সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

বর্তমানে ‌‌‌‌‌‌‌খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে মালয়েশিয়ার ভিসা চেক করা যায়।এর জন্য প্রয়োজন শুধু আপনার পাসপোর্ট নম্বর ও আপনার জাতীয়তা। মালয়েশিয়ান ভিসা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। 
১. সাধারণ বা কলিং ভিসা ও ২. ই ভিসা

এই ব্লগে আপনি যে যে বিষয় জানতে পারবেন:

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক মালয়েশিয়া

প্রথম ধাপ- পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে মালয়েশিয়ার ইমিগ্রেশন সাইট এ ভিজিট করতে হবে,  ভিজিট করতে Online visa check by passport number এখানে ক্লিক করুন।
দ্বিতীয় ধাপ- নিচের ছবিতে দেখা বাম পাশের (SEARCH-I) অংশে আপনার পাসপোর্ট নম্বর(Passport no) ও‌ আপনার জাতীয়তা (Citizen) নির্ধারিত ফাঁকা ঘরে লিখুন,জাতীয়তা নির্বাচনের জন্য (please choose) বাটনে ক্লিক করে বাংলাদেশি নির্বাচন করুন, আপনি যদি অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন যেমন আপনি যদি ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া নির্বাচন করুন।


(SEARCH)অংশের নিচে (Name) লেখার পাশের ফাঁকা ঘরে পাসপোর্ট অনুযায়ী নিজের নাম ও নিচের জাতীয়তা (Citizen) লেখার পাশের পূর্বের মতোই নিজের জাতীয়তা নির্বাচন করুন।
আরো পড়ুন মালয়েশিয়া যাওয়ার খরচ  
শেষ ধাপ-এভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার কাজটি সম্পন্ন করতে পারবেন। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে ডান পাশের সার্চ অপশনে ক্লিক করুন। তাহলেই আপনার মালয়েশিয়ার ভিসা চেক করে বুঝতে পারবেন ভিসার কাজটি সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা।
এভাবেই যেকোনো দালাল চক্রের মাধ্যমে নকল ভিসা পেয়ে প্রতারিত হওয়া থেকে সাবধান থাকুন।

ই ভিসা চেক

আপনার ই ভিসা চেক করতে চায়লে আপনার পাসপোর্ট নম্বর এবং স্টিকার নাম্বার প্রয়োজন।
eVISA Check
স্টিকার নাম্বারের নিচে একটি ক্যাপচা ইমেজ আসবে যেখানে কিছু সংখ্যা বা নাম্বার লেখা থাকবে। সেটি দেখে দেখে নিচের answer লেখা ফাঁকা ঘরটিতে লিখুন।
যদি প্রথমবারে ক্যাপচা ইমেজের লেখাটি বুঝতে সমস্যা হয় তাহলে Refresh Image নামে গোলাকার তীর চিহ্নের একটি বাটন ক্যাপচা ইমেজ এর নিচেই থাকে সেখানে ক্লিক করুন তাহলে নতুন একটি ক্যাপচা ইমেজ দেখাবে সেটি দেখে আবার Answer লেখা ঘরে লিখুন।
এরপরে আপনার এই ভিসাটি আপনি যদি পেয়ে থাকেন তাহলে I have obtain my evisa লেখাটির বা পাশে টিক দিন।এখন (Check) বাটনে ক্লিক করলেই আপনার ই ভিসা চেক করে আপনার ভিসার সব তথ্য দেখতে পারবেন।

মালয়েশিয়া কলিং ভিসা চেক(Malaysian calling visa check)

মালেশিয়ার কলিং ভিসা তিন উপায়ে চেক করা যায়।
মালয়েশিয়া কলিং ভিসা চেক করতে আপনার Company Registration Number,Employee identification number,Application Number প্রয়োজন।
Malaysia calling/work permit visa check
কলিং পেপারে দেওয়া আপনার কলিং পেপারে দেওয়া নির্দিষ্ট তথ্য দিয়ে Malaysia immigration site থেকে আপনি আপনার কলিং ভিসা চেক করতে পারবেন।

কোম্পানির রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কলিং ভিসা চেক (Visa check by company registration number)

কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কলিং ভিসা চেক করার জন্য এই সাইটে ভিজিট করুন। ভিজিট করার পর Company Registration Number লেখা ঘরে আপনার কলিং পেপারে লেখা কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখুন।
visa check by company registration no
এরপর (Search) লেখা অপশনে ক্লিক করলে সেই কোম্পানির সব এমপ্লয়ের এর মধ্যে আপনার নাম ও আইডি খুজে বের করুন। এভাবে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনার মালয়েশিয়ান ওয়ার্কার ভিসাটি চেক করতে পারবেন।

এমপ্লয়ার আইডেন্টিফিকেশন কার্ড নম্বর দিয়ে ভিসা চেক (visa check by employer identification no)

কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য যে সাইটে ভিজিট করতে হয়।
visa check by Employer Identification card no
সেই সাইটে (employer identification number) এর পাশে থাকা ঘরে নিজের এমপ্লয়ি আইডি নম্বর দিয়ে একই ভাবে (Search) অপশনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার ভিসার কাঙ্ক্ষিত সকল তথ্য জানতে পারবেন।

অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ভিসা চেক (visa check by application number)

কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার ও ইমপ্লয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এর মতো আপনার কলিং পেপারে একটি অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে যেটার মাধ্যমে আপনি এই সাইট থেকে আপনার ভিসার আপডেট তথ্যটি জানতে পারবেন।
Visa check by Application Number
আপনার কলিং পেপারে দেওয়া অ্যাপ্লিকেশন নাম্বারটি এই সাইটে গিয়ে (Application Number) লেখার পাশের ফাঁকা ঘরে লিখুন ও একইভাবে (Search) অপশনে ক্লিক করে এপ্লিকেশন নাম্বার দিয়ে আপনার ভিসা চেক করুন।

মালয়েশিয়া ভিসাচেক অ্যাপ(Malaysia visa check app)

মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্লে স্টোরে মালয়েশিয়ান ভিসা চেক করার কয়েকটি অ্যাপ আছে । সেই অ্যাপের সাহায্য নিতে পারেন। মালয়েশিয়ান ভিসা চেক অ্যাপটি ইনস্টল করতে ভিজিট করুন এই লিংকে
আরো পড়ুন মালয়েশিয়া ভিসা আবেদন বন্ধের কারণ

স্ট্যাটাসের বাংলা অর্থ

Application Received - আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে ।
New -আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং প্রসেসিং চলছে।
Approve-আপনার আবেদনটি মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট এর মাধ্যমে গৃহীত হয়েছে ও এটি পেমেন্ট ও স্টিকার প্রিন্ট এর জন্য প্রস্তুত।
Reject-আপনার অ্যাপ্লিকেশনটি মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বাতিল করা হয়েছে।
Cancel-আপনার আবেদনটি মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে বাদ দেওয়া হয়েছে।
Pay -আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং স্টিকার প্রিন্ট করার জন্য প্রস্তুত।
Print-স্টিকার প্রিন্ট করা হয়েছে এবং এটি সংগ্রহ করার জন্য প্রস্তুত।
Postpone-আপনার আবেদনটি মালয়েশিনে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দ্বারা বিলম্বিত করা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন