ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ৩০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর
ভাষা ও মুক্তিযুদ্ধ
আরো পড়ুন খাদ্য ও পানীয় বিষয়ক জ্ঞান
১.প্রথম শহীদ মিনার নির্মাণ হয় কবে?
উত্তর: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি উচ্চতার প্রথম শহীদ মিনার নির্মাণ হয় আবার ২৪ ফেব্রুয়ারি ভেঙে দেওয়া হয়।
২. ভাষা আন্দোলন কোথায় শুরু হয়?
উত্তর:১৯৫২ সালে একুশে ফেব্রুয়ারি লাহোরে ভাষা আন্দোলন শুরু হয়।
৩. ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল?
উত্তর:ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষার অধিকার ও সম্মান সংরক্ষণ করা।
৪. মুক্তিযুদ্ধের সময় কতটি সেক্টর ও সাবসেক্টর ছিল?
উত্তর: মুক্তিযুদ্ধের সময় ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব সেক্টর ছিল।
৫. মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:মুক্তিযুদ্ধের পরে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান।
৬. মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপ্রতি কে ছিলেন?
উত্তর:শেখ মুজিবুর রহমান।
৭. ভাষা আন্দোলনের সংগঠনের নাম কি ছিল?
উত্তর: ভাষা আন্দোলনের সংগঠনের নাম ছিল রাষ্ট্রভাষা দ্বিজাতি শিক্ষা সংস্থা।
৮.মুক্তিযুদ্ধের সময় কোন দিনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ২৬ মার্চ
৯. বাংলাদেশের কোন স্থানে শহীদ মিনার নির্মিত হয়েছে?
উত্তর: সাভার, ঢাকা
১০. জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কোন পর্যায়ে নির্দেশ করেন
উত্তর:দেশে স্বাধীনের পরিক্রমাকে স্মরণ রাখতে সাতটি ঘটনাকে বিবেচনায় রেখে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে সেই ঘটনাগুলো হল:
১) ১৯৫২ সালের ভাষা আন্দোলন
২) ১৯৫২ সালের যুক্তফ্রন্টের নির্বাচন
৩) ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
৪) ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
৫) ১৯৬৬ সালের ছয় দফা
৬) ১৯৬৯ এর গণঅভ্যুত্থান
৭) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
১১. যুক্তফ্রন্ট কবে গঠিত হয়?
উত্তর: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর যুক্তফ্রন্ট গঠিত হয়।
১২. যুক্তফ্রন্ট কি?
উত্তর:যুক্তফ্রন্ট হল তৎকালীন পাকিস্তানের পূর্বভঙ্গের প্রাদেশিক পরিষদের ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে অন্যান্য বিরোধী দল মিলে গঠিত একটি সমন্বিত রাজনৈতিক মঞ্চ।
১৩. বাংলাদেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবস কবে পালিত হয়?
উত্তর:বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ ও বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালন করা হয়
১৪বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন মুক্তিযোদ্ধা বীরত্বসূচক খেতাব লাভ করে?
উত্তর: ৬৭৭জন।
১৫. বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় কতজনকে ও তাদের নাম কি?
উত্তর: বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত হয় সাতজন তারা হলেন
১) ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
২) ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩) ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
৪) আর্টিফিশার মোহাম্মদ রুহুল আমিন
৫) সিপাহী মোস্তফা কামাল
৬) হামিদুর রহমান
৭) ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ
১৬. বীর উত্তম উপাধি লাভ করেন কতজন?
উত্তর:৬৯ জন।
১৭. কতজন নারী বীর প্রতীক উপাধি লাভ করেন?
উত্তর: ৩জন নারী বীর প্রতীক উপাধি লাভ করেন।
তারা হলেন
১) তারামন বিবি
২) ডাক্তার সেতারা বেগম
৩) কাঁকন বিবি
১৮. বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধার নাম কি?
উত্তর: বিদেশী মুক্তিযুদ্ধের নাম উইলিয়াম এ.এস ওডারল্যান্ড।
১৯. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা ও সুরকার কে?
উত্তর:গানটির আব্দুল গাফফার চৌধুরী ও সুরকার আলতাফ মাহমুদ।
২০. বাংলাদেশ কে প্রথম কোন দেশ স্বীকৃতি দিয়েছিল?
উত্তর: ভারত ( ৬ ডিসেম্বর, ১৯৭১)।
২১. পাকিস্তানি সেনাবাহিনী কত তারিখে এবং কোথায় আত্মসমর্পণ করে?
উত্তর: পাকিস্তানি সেনাবাহিনী ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে বিকেল ৪: ৩১ মিনিটে আত্মসমর্পণ করে ।
২২. মুক্তিযুদ্ধভিত্তিক দিনপঞ্জি (একাত্তরের ডায়েরী) কার লেখা?
উত্তর: সুফিয়া কামাল।
২৩. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হাঙ্গর নদী গ্রেনেড কার লেখা?
উত্তর: সেলিনা হোসেন।
২৪.মুক্তিযুদ্ধের সময় বিরোধিতাকারী কয়েকটি রাজনৈতিক দলের নাম লেখ।
উত্তর: ১.জামাতে ইসলামী
২.মুসলিম লীগ
৩. পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)
৪.নেজামে ইসলামী
৫.খেলাফত রব্বানী পার্টি
৬.কৃষক শ্রমিক পার্টি
২৫. মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ?
উত্তর: ঢাকার আগারগাঁও।
২৬. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয়?
উত্তর: ১৪ ডিসেম্বর।
২৭. রাজাকার বাহিনী গঠন করে কে?
উত্তর: সামরিক শাসক টিক্কা খান।
২৮. কোন জেলা প্রথম শত্রুমুক্ত হয়?
উত্তর: যশোর (6 ডিসেম্বর 1971)।
২৯. সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে?
উত্তর: সিপাহী হামিদুর রহমান।
৩০. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
উত্তর: সেক্টর ৭ এর অধীনে ।
৩১. মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড কত নম্বর সেক্টরে ছিল?
উত্তর: সেক্টর ১০ এর অধীনে।
৩২. কোন কোন দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়
উত্তর: আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি,নেজামে ইসলামী ও গণতন্ত্রী পার্টি।